জামালপুরের ইসলামপুরে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর ভেঙে ৪১ জন আটক
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা গ্রামে গভীর রাতে পরিচালিত যৌথ অভিযানে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর ভেঙে ৪১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ২১টি মোটরসাইকেল, ৩২টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২ এপ্রিল দিবাগত রাত ১২:৩০ থেকে ভোর ৬:০০টা পর্যন্ত ইসলামপুর থানা পুলিশ ও দেওয়ানগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যদের যৌথ অভিযানে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতদের মধ্যে ৩জন নারী ও ৩৮জন পুরুষ রয়েছে। তাদের কাছ থেকে মোটরসাইকেল ২১টি, অ্যান্ড্রয়েড মোবাইল ২৪টি, বাটন মোবাইল ৮টি, মোটরসাইকেলের চাবি ৩টি, নগদ ১,৫৩০ টাকা, কালো সানগ্লাস ১টি, জুয়া ও নৃত্যের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র।
আটককৃতদের বিরুদ্ধে জুয়া ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে পৃথক দুটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ। অভিযানটিতে দেওয়ানগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা এবং এসআই আমিনুল ইসলাম, এসআই আব্দুল হাই, এসআই দীপক চন্দ্র পাল, এসআই কমল সরকার, এসআই হাবিবুর রহমান, এসআই এমদাদ, এএসআই জাহাঙ্গীর ও এএসআই অমিত্যসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপস) এর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, এ ধরনের অনৈতিক কার্যকলাপ সমাজের নৈতিক ভিত্তি নষ্ট করে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।