টিকিটের দাম বেশি রাখায় খুলনায় ৪ পরিবহনকে ২২ হাজার টাকা জরিমানা
টিকিটের মূল্য বেশি রাখা এবং টিকিটের মূল্য তালিকা না থাকার অভিযোগে খুলনায় চারটি পরিবহনকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২ এপ্রিল, বুধবার দুপুরে নগরীর রয়েল মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় টিকিটের মূল্য বেশি নেওয়ার অভিযোগে টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে টিকিটের মূল্য তালিকা না থাকায় এম আর পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এক রুটের কথা বলে টিকিট বিক্রি করে অন্য রুটে গাড়ি চালানোর দায়ে সৌদিয়াক পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন নিজেই পরিচয় গোপন করে বলেশ্বর পরিবহনের একটি টিকিট কেনেন। খুলনা থেকে চট্টগ্রাম রুটের জন্য নির্ধারিত ১,২৬৬ টাকার টিকিট ১,৪০০ টাকায় বিক্রির অভিযোগে বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন জানান, ঈদের আগে ও পরে টিকিটের দাম বেশি নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এটি প্রতিরোধে বিআরটিএর অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় যাত্রীরা এ ধরনের অভিযানের প্রশংসা করেছেন এবং নিয়মিত মনিটরিং চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।