গাজিরহাটে পলাতক ইউপি চেয়ারম্যান ঠান্ডু মোল্লার বাড়ি ভাংচুর
খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডুর বাগমারা গ্রামের বসতবাড়িতে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১লা এপ্রিল) রাতে দুর্বৃত্তরা তার বসত ঘরের দেয়াল ভেঙে ফেলে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে গাজিরহাট ইউনিয়নের একচ্ছত্র অধিপতি হিসেবে পরিচিত ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু ও তার ভাই যুবলীগ নেতা হামিম মোল্লা পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতির সুযোগে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, “মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে দুর্বৃত্তরা দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের পলাতক চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডুর বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।”
স্থানীয়রা জানান, পলাতক চেয়ারম্যানের বাড়িতে হামলার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষের হাত থাকতে পারে। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।