হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক দুটি সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন।
প্রথম সংঘর্ষটি ঘটে মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাক ও মুছন মিয়া গোষ্ঠীর মধ্যে পুরনো বিরোধের জেরে বুধবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষ বাঁধে। প্রায় ৩০-৪০ জন আহত হন, যাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সূত্রপাত হয় দুই কিশোরের মধ্যে চুলের কাটিং নিয়ে পূর্বের হাতাহাতি থেকে। যদিও বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল, তবে তার রেশ থেকেই এ সংঘর্ষ হয়।
অপর সংঘর্ষটি ঘটে বামৈ পূর্ব গ্রামে। পূর্ব শত্রুতার জেরে সাবেক মেম্বার জাহির মিয়া ও বড়বাড়ির আরিফ গোষ্ঠীর মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টায় দেশীয় অস্ত্রসহ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ৩৫-৪০ জন আহত হন এবং তাদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার ওসি মো. বন্দে আলী, এসআই প্রণয় কুমার সরকার ও এএসআই মানিক সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওসি বন্দে আলী জানান, “বর্তমানে উভয় গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে সংঘর্ষ যেন না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।”