জয়পুরহাটের আক্কেলপুরে মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা, গুড়িয়ে দিল প্রশাসন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর দোল যাত্রার মেলায় অনুমোদন ছাড়াই পুতুল নাচের নামে অশ্লীলতা চলছিল। এ বিষয়ে খবর পেয়ে মঙ্গলবার রাতে মেলায় অভিযান চালিয়ে দুইটি পুতুল নাচের প্যান্ডেল গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, গোপীনাথপুরে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী দোল যাত্রার মেলা বসে। এ মেলায় ঘোড়া, গরু, মহিষ, কসমেটিকস, মিষ্টান্নসহ নানা পণ্য ক্রয়-বিক্রয় চলে মাসব্যাপী। তবে এবার মেলা রমজান মাসে হওয়ায় সাংস্কৃতিক ও বিনোদনের জন্য কোনো অনুমোদন ছিল না। ঈদের পরদিন মঙ্গলবার থেকে শুধুমাত্র সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশক্রমে একটি যাত্রাপালার অনুমতি দেয় জেলা প্রশাসন।
কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়াই বিকেল থেকে মেলায় দুইটি পুতুল নাচের (ছায়াবাজি) প্যান্ডেল চালু করা হয়, যেখানে অশ্লীল নৃত্য প্রদর্শিত হচ্ছিল। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুতুল নাচের দুইটি প্যান্ডেল ভেঙে দেন। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় আয়োজকরা।
মেলায় ঘুরতে আসা আমিনুর রহমান নামের এক দর্শনার্থী বলেন, “আমি পরিবার নিয়ে মেলায় এসেছিলাম। এসে দেখি পুতুল নাচের নামে ভেতরে অশ্লীল নৃত্য দেখানো হচ্ছে।”
মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “মেলায় প্রশাসনের অনুমতি ছাড়াই দুইটি পুতুল নাচের প্যান্ডেল চালু করা হয়েছিল। সেখানে অশ্লীল নৃত্য প্রদর্শিত হওয়ায় প্রশাসন তা ভেঙে দেয়।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, “প্রশাসনের অনুমতি ছাড়া পুতুল নাচের নামে অশ্লীলতা চলছিল। অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে দুইটি পুতুল নাচের প্যান্ডেল গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সুপারিশে অনুমোদিত যাত্রাপালা চালু রয়েছে। সেখানে অশ্লীলতার কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”