ঈদের দিন স্ত্রীর শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জেরে আঙ্গুরা নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী নাজমুল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। রোববার সকালে উপজেলার হারিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আঙ্গুরা মীরনগর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, আঙ্গুরা ও নাজমুলের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রোববার ভোররাতে কিংবা সকালে নাজমুল তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। তাদের সংসারে পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনুর জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এখনো থানায় কোনো মামলা হয়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত স্বামীকে আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।”