ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ঈদের প্রধান জামাতে দেশের কল্যাণ ও শহীদদের মাগফেরাত কামনা

রবিউল হোসন খান, খুলনা জেলা প্রতিনিধি::

ছবি: চেকপোস্ট

খুলনায় আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সার্কিট হাউজ ময়দানে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন খুলনার প্রবীণ আলেম ও জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহ।

ঈদের প্রধান জামাতে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে নিহত শহীদদের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। এরপর মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা মহানগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল- নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, সোনাডাঙ্গা হাফিজনগর ঈদগাহ, খুলনা ইসলামাবাদ ঈদগাহ ময়দান, খালিশপুর ঈদগাহ ময়দান, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকিয়া মাদ্রাসা, দারুল কোরআন ও দারুল উলুম মাদ্রাসা, আন্তঃজেলা মাস টার্মিনাল মসজিদ, শিপইয়ার্ড, লবনচোরা, চানমারী, রূপসা, টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া, বসুপাড়া, জোড়াগেট সিএন্ডবি কলোনি মসজিদ, বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন ও জেলা পুলিশ লাইন মসজিদ, খালিশপুর বাইতুল ফালাহ মসজিদ, বিএল কলেজ ঈদগাহ, দেয়ানা ঈদগাহ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খানজাহান নগর খালাসি মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর, সোনাডাঙ্গা, খালিশপুর ও খানজাহান আলী থানার ঈদগাহ ময়দান।

এছাড়া ঈদ উপলক্ষে নগরীর বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে এবং স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করে ঈদ-উল-ফিতর উদযাপন করে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
৫৩৮ বার পড়া হয়েছে

খুলনায় ঈদের প্রধান জামাতে দেশের কল্যাণ ও শহীদদের মাগফেরাত কামনা

আপডেট সময় ০৬:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

খুলনায় আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সার্কিট হাউজ ময়দানে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন খুলনার প্রবীণ আলেম ও জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহ।

ঈদের প্রধান জামাতে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে নিহত শহীদদের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। এরপর মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা মহানগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল- নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, সোনাডাঙ্গা হাফিজনগর ঈদগাহ, খুলনা ইসলামাবাদ ঈদগাহ ময়দান, খালিশপুর ঈদগাহ ময়দান, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকিয়া মাদ্রাসা, দারুল কোরআন ও দারুল উলুম মাদ্রাসা, আন্তঃজেলা মাস টার্মিনাল মসজিদ, শিপইয়ার্ড, লবনচোরা, চানমারী, রূপসা, টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া, বসুপাড়া, জোড়াগেট সিএন্ডবি কলোনি মসজিদ, বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন ও জেলা পুলিশ লাইন মসজিদ, খালিশপুর বাইতুল ফালাহ মসজিদ, বিএল কলেজ ঈদগাহ, দেয়ানা ঈদগাহ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খানজাহান নগর খালাসি মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর, সোনাডাঙ্গা, খালিশপুর ও খানজাহান আলী থানার ঈদগাহ ময়দান।

এছাড়া ঈদ উপলক্ষে নগরীর বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে এবং স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করে ঈদ-উল-ফিতর উদযাপন করে।