ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় বোমা বানাতে গিয়ে কলেজছাত্রের হাতের কবজি উড়ে গেল

গোলাম কিবরিয়া পলাশ, রাজশাহী::

ছবি: চেকপোস্ট

রাজশাহীর বাঘায় বোমা বানানোর সময় বিস্ফোরণে হাতের কবজি হারালেন এক কলেজছাত্র। শনিবার বিকেলে উপজেলার বাঘা পৌরসভার দালালপাড়া গ্রামের এক আমবাগানে এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম সজিব হোসেন (২০), তিনি জোতরাঘব উচ্চ বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন, একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭) একত্রিত হয়ে আমবাগানে বোমা তৈরির চেষ্টা করছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে সজিবের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

তার দুই সহযোগী রাকিব ও শাকিব দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশ রাকিব ও শাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। জানা গেছে, তারা স্থানীয় একটি ভোকেশনাল ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র।

আহত সজিবের বাবা জয়নাল হোসেন দাবি করেন, ঈদ উপলক্ষে আনন্দের জন্য তারা পটকা (বোমা) তৈরি করছিল, এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল না। তবে বাঘা মেলা কমিটির ইজারাদার শফিউর রহমান শফি অভিযোগ করেন, ৫০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ঈদমেলা নষ্ট করার উদ্দেশ্যেই তারা বোমা তৈরির চেষ্টা করছিল।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে এবং বিস্ফোরণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
৫৩৪ বার পড়া হয়েছে

বাঘায় বোমা বানাতে গিয়ে কলেজছাত্রের হাতের কবজি উড়ে গেল

আপডেট সময় ০৬:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

রাজশাহীর বাঘায় বোমা বানানোর সময় বিস্ফোরণে হাতের কবজি হারালেন এক কলেজছাত্র। শনিবার বিকেলে উপজেলার বাঘা পৌরসভার দালালপাড়া গ্রামের এক আমবাগানে এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম সজিব হোসেন (২০), তিনি জোতরাঘব উচ্চ বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন, একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭) একত্রিত হয়ে আমবাগানে বোমা তৈরির চেষ্টা করছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে সজিবের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

তার দুই সহযোগী রাকিব ও শাকিব দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশ রাকিব ও শাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। জানা গেছে, তারা স্থানীয় একটি ভোকেশনাল ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র।

আহত সজিবের বাবা জয়নাল হোসেন দাবি করেন, ঈদ উপলক্ষে আনন্দের জন্য তারা পটকা (বোমা) তৈরি করছিল, এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল না। তবে বাঘা মেলা কমিটির ইজারাদার শফিউর রহমান শফি অভিযোগ করেন, ৫০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ঈদমেলা নষ্ট করার উদ্দেশ্যেই তারা বোমা তৈরির চেষ্টা করছিল।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে এবং বিস্ফোরণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।