লাখাইয়ে পুসাল এর নবীন বরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
লাখাইয়ের মেধাবী শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব লাখাই (পুসাল) এর আয়োজনে নবীনবরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ) বিকেল ৩টায় উপজেলার কালাউক উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুসাল এর সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে ও আশরাফী ইসলাম প্রেমার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে পুসাল এর সাধারণ সম্পাদক এ.কে.এম আবুল খায়েরের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েম-এর ট্রেইনিং স্পেশালিস্ট রবিউল আলম রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের প্রভাষক অভিজিৎ দেব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জুবায়ের আহমেদ।
আলোচনায় অংশ নেন ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ আল হাসান, রুমান মিয়া, রুপন আহমেদ, আরমান হোসাইন, পুসাল এর সাবেক সভাপতি মেহেদী হাসান মোল্লা, রফিকুল ইসলাম, নাইমুজ্জামান রুপন, নাসিম তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে পুসাল-এর নবীন সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
ইফতার মাহফিলের মোনাজাত পরিচালনা করেন হাফেজ জুবায়ের আহমেদ।