ধর্মপাশায় যুব ও সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় যুব ও সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও দরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বৌলাইগঞ্জ বাজার আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
প্রথমে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয় এবং পরবর্তীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুব ও সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো. শরীফ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুহেল মিয়া।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আরমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা সদস্য আশরাফুল ইসলাম, সাবেক সভাপতি ইমাম চৌধুরী, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. জসিম উদ্দিন প্রমুখ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে এলাকার কিছু সংখ্যক দরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এই মহতী উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।