কালাইয়ে ভোক্তা অধিকারের মাংস বিক্রেতার জরিমানা
জয়পুরহাটের কালাই পৌরসভা সদর পাঁচশিরা বাজারের কসাইরা দীর্ঘদিন ধরে পশু জবাই করে নিয়ম-নীতি ছাড়াই ইচ্ছেমতো মাংস বিক্রি করে আসছে। এমনকি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় কর্তৃক অনুমোদিত প্রত্যয়নপত্র ছাড়াই পশু জবাই করা হচ্ছে।
২৯ মার্চ ২০২৫ শনিবার সকাল ৯টায় পাঁচশিরা মাংস পট্টি (বাজার) পরিদর্শনকালে দেখা যায়, কসাইরা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অনুমোদন ছাড়াই পশু জবাই করছে। মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-এর ধারা অনুযায়ী তিনজন কসাইয়ের কাছ থেকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
বাজার পরিদর্শনে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মনিরুজ্জামান, কালাই থানার এসআই ফিরোজ, পুলিশ কনস্টেবল ও আনসার সদস্যরা।
এ সময় বাজারে উপস্থিত মাংস ক্রেতা ও সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে সঠিক মানের মাংস ও ন্যায্য ওজনে বিক্রয় নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন করা জরুরি। তারা আরও জানান, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সাধারণ জনগণ ভালো মানের মাংস পাবে এবং নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবে।