লাখাইয়ে সরকারি খাল দখল করে গৃহনির্মাণের অভিযোগ
লাখাই উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামে সরকারি খাল দখল করে গৃহনির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ২৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহাম্মদ আলী মোহন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বুল্লা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার পুত্র মো. শাহজাহান মিয়া কয়েক বছর আগে খালটি দখল করে পাকা ঘর নির্মাণ করেন। খালটি পার্শ্ববর্তী পূর্ব সিংহগ্রাম ও পূর্ব বুল্লা গ্রামের পানি নিষ্কাশনের অন্যতম পথ হলেও এর বড় অংশ দখলে নেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
সম্প্রতি শাহজাহান মিয়া পুনরায় খালের অর্ধেক অংশ জোরপূর্বক দখল করে পাকা বাউন্ডারি দেয়াল নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের পানি নিষ্কাশনে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী মৌখিকভাবে বাধা দিলেও তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকারি খাল পুনরুদ্ধার করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা যায়।