ছুটির দিনে ব্যাংকে উপচে পড়া ভিড় গ্রাহকদের
শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে আজ ২৮ মার্চ সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক খোলা রাখা হয়েছে। এ চারটি ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় আজ গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, যার ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের এবং হিমশিম খেতে হয়েছে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদেরও।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন তোলার সুবিধার্থে শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু রাখা হয়, আর অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়।
বিশেষ করে শহরের ভেতরে মাত্র বয়রা শাখা থেকে টাকা উত্তোলনের সুযোগ থাকায় সেখানে গ্রাহকদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। খালিশপুর থেকে আসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কাউসার জানান, “নানান জটিলতার কারণে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে গতকাল বিকেলে। রোজার শেষ সময়ে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় টাকা তুলতে পারিনি। যখন শুনলাম আজ ব্যাংক খোলা থাকবে, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। কিন্তু এসে দেখি প্রচণ্ড ভিড়, লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে।”
প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটিএন পদ্ধতিতে বেতন-ভাতা দেওয়ার সময় বিভিন্ন জটিলতা তৈরি হয়। বিভিন্ন ডিজিট ভুলের কারণে গত ডিসেম্বর থেকে অনেকের বেতন-ভাতা আটকে ছিল। সেই জটিলতা নিরসন করে বৃহস্পতিবার অনেকেই বেতন পেয়েছেন। ঈদের আগে গতকাল ছিল শেষ লেনদেনের দিন। শেষ মুহূর্তে অনেকের অ্যাকাউন্টে বেতন যাওয়ায় তারা টাকা তুলতে পারেননি।
শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটি থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক বিশেষ এ নির্দেশনা দেয়। সার্কুলারে বলা হয়েছে, ২৮ মার্চ শুক্রবার ছুটির দিন হলেও সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে। এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লেনদেন হবে, এবং অফিস খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।