দিনাজপুরে ১৮টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে স্বাধীনতা দিবস উদযাপন, দুই দিনব্যাপী কর্মসূচি
দিনাজপুরে ১৮টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে দুই দিনব্যাপী স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টায় শহীদ স্মরণে নাট্য সমিতি প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্জ্বলন করা হয়। আজ ২৭ মার্চ সকাল ৯টায় জেলা প্রশাসক চত্বরে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। কমিটির আহ্বায়ক আব্দুস সামাদ ও সদস্য সচিব রেজাউর রহমান রেজুর নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান, রবিউল আউয়াল খোকাসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সকাল ১০টায় নবরূপী প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম শহীদুল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজিউদ্দীন চৌধুরী ডাবলু, তরিকুল আলম, নাজমুল সাকের রানা ও আতিকুর রহমান নিউ।
সকাল ১১টায় নাট্য সমিতির মঞ্চে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন আহ্বায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজু। আলোচনা সভার প্রধান আলোচক ছিলেন উদীচীর সভাপতি জলিল আহমেদ। এছাড়া আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ শফিকুল ইসলাম ও নাট্যব্যক্তিত্ব তারেকুজ্জামান তারেক।
কর্মসূচির আয়োজকরা জানান, এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ স্বাধীনতা দিবসের তাৎপর্যকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করে।