বটিয়াঘাটায় ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার -৪ জন
খুলনার বটিয়াঘাটায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসআই কৌশিক কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। আজ ২৭ মার্চ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ভিকটিম মো. আল মামুন শেখের সাথে গত ৩১ জানুয়ারি ফেসবুকের মাধ্যমে গ্রেফতারকৃত আফরোজার পরিচয় হয়। একপর্যায়ে, ১ ফেব্রুয়ারি নগরীর লবনচোরা থানার সাচিবুনিয়া মোড়ে তাদের প্রথম দেখা হয়। এসময় আফরোজা মামুনকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। মামুন মোটরসাইকেলে আফরোজাকে নিয়ে রওনা দেন।
তারা বটিয়াঘাটার মল্লিকের মোড় এলাকায় পৌঁছালে গ্রেফতারকৃত মিল্টন মণ্ডলসহ চারজন তাদের রাস্তা অবরোধ করে। এরপর মামুনকে মারধর করে বিলের মধ্যে বেঁধে রেখে তার মোটরসাইকেল, মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিল্টন মণ্ডল ও আফরোজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ আরও জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।