রেলগেইটে ট্রেনের ধাক্কায় ট্রাক ড্রাইভার ও গেইট ম্যান আহত
জামালপুর সদরের নান্দিনায় বেসরকারি কমিউটার ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী বেসরকারি কমউিটার ট্রেন জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের জামালপুর-ময়মনসিংহ সড়কে নান্দিনা কানিল রেলগেইট (নং ই-৭৯) ক্রসিং হওয়ার সময় তরমুজ বহনকারী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে গেইট ম্যান ও ট্রাক ড্রাইভার গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, রেলগেইটে গেইট বার না থাকায় এবং পর্যাপ্ত সতর্কতা ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের কাছে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।