বীরগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দিনাজপুরের বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ৩ নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাটে শাহাজাহান এর মিল চাতালে এই মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় ১নং সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম। এছাড়াও, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলার রহমান, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।