সংবাদমাধ্যম কর্মীর সাথে দূরব্যবহার করলেন হাসপাতালের সহকারী পরিচালক
২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক এক সংবাদমাধ্যম কর্মীর সাথে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, রবিন মাহমুদ নামে এক সাংবাদিক একজন রোগীর স্বামীর ওটি বিল কমানোর অনুরোধ নিয়ে সহকারী পরিচালকের (এডি) কাছে যান এবং ফোনে যোগাযোগের চেষ্টা করেন। এতে সহকারী পরিচালক ক্ষুব্ধ হয়ে দূরব্যবহার করেন।
ঘটনাটি ঘটে গতকাল ২২ মার্চ বিকেলে, যখন হাসপাতাল পরিদর্শনে আসেন এক সচিব। এ সময় রোগীর স্বামী কয়েকবার ফোন করলে সহকারী পরিচালক বিরক্ত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন, যদি একজন সাংবাদিকের সাথেই এমন আচরণ করা হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা হতে পারে?
এ বিষয়ে রবিন মাহমুদ বলেন, “আমরা এই দেশেরই নাগরিক, সরকারের রাজস্ব প্রদান করি। সংবিধান অনুযায়ী আমরাই দেশের মালিক। কিন্তু কোনো সরকারি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে গেলে আমাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। তাদের সঙ্গে কথা বলার সুযোগ শুধু উচ্চপদস্থ ব্যক্তিদের জন্যই যেন বরাদ্দ থাকে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিন মাহমুদ একজন শান্ত স্বভাবের ব্যক্তি, যিনি অপ্রয়োজনে কারও সাথে কথা বলেন না। তার মতো একজন সংবেদনশীল মানুষের সঙ্গে এমন আচরণ করায় স্থানীয়রা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জামালপুর জেনারেল হাসপাতালটি একটি সরকারি প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন হাজারো রোগী সেবা নিতে আসেন। কিন্তু নানা অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। হাসপাতালের এসব অনিয়ম নিয়ে ভবিষ্যতে আরও প্রতিবেদন প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ।