জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে পুনট উচ্চ বিদ্যালয় মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের) কেএইচএম ওবায়দুর রহমান চন্দন। এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবাইদুর রহমান সুইট, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।
এই মাহফিলে বিএনপি ও সমমনা দলের নেতা-কর্মীসহ স্থানীয় রোজাদাররা অংশ নেন এবং ইফতার শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।