লাখাইয়ে পুলিশকে মারধর করে হ্যান্ডকাপ পরা আসামি ছিনতাই, থানায় মামলা
লাখাইয়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেলে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এলাকায়। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্যানুসারে, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া ও সঙ্গীয় পুলিশ ফোর্স ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আশিক মিয়াকে গ্রেপ্তার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। এ সময় শওকত আকবরের নেতৃত্বে একদল আওয়ামী সন্ত্রাসী বাহিনী পুলিশের ওপর হামলা চালায় এবং আশিক মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।
এই হামলায় উপপরিদর্শক ফারুক মিয়া, কনস্টেবল অরবিন্দু, কনস্টেবল রমজান মিয়া, কনস্টেবল সাদিকুল ও কনস্টেবল ইকবাল মিয়া আহত হন। আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন।
এই ঘটনায় শওকত আকবর, মেম্বার হাফিজুল, অ্যাডভোকেট সামিউল আলম সানী, হারিছ মিয়াসহ মোট ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০-৩৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ পেয়ে গতকাল রোববার রাত ৮টার দিকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান লাখাই থানায় যান এবং ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ বিষয়ে তিনি জানান, “হ্যান্ডকাপ পরিহিত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে নেমেছে। এছাড়া, তদন্তে যদি পুলিশের কোনো দোষ প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”