আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন: নাছিম
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার ষড়যন্ত্র চলছে। তার এই অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে এবং বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিবিসির সঙ্গে কথা বলেন। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং হাসনাত আব্দুল্লাহর অভিযোগ সম্পর্কে জানেন না বলে মন্তব্য করেন। নাছিম জানান, তিনি জানেন না কে বা কারা এই মন্তব্য করেছেন। তবে তিনি স্পষ্টভাবে বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত হয়েছেন এবং এখনো তার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করছে।”
এছাড়াও, নাছিম আরও বলেন, “আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে, তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন।” এর মাধ্যমে তিনি পরিষ্কারভাবে জানান যে, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিকল্প ভাবনা নেই।
এর আগে, হাসনাত আব্দুল্লাহ তার ফেইসবুক পোস্টে উল্লেখ করেন যে, ১১ মার্চ দুপুর আড়াইটায় সেনানিবাস থেকে তাদেরকে “রিফাইন্ড আওয়ামী লীগ” পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে আসন সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রস্তাব করা হয়। তিনি জানান, একাধিক রাজনৈতিক দলও শর্তসাপেক্ষে এই প্রস্তাব গ্রহণ করেছে।
এই বিতর্ক আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন আলোচনা শুরু করেছে। তবে, নাছিমের মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে, আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনার হাতেই থাকবে, এবং তাকে ছাড়াই দলটি কোনো পরিবর্তন বা নেতৃত্বের পরিকল্পনা করবে না।