নগরীতে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী গ্রেফতার
খুলনা নগরীর খালিশপুর এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ হাসান হাওলাদার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরীর গোয়ালখালী প্রধান সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে গুলি ভর্তি একটি রিভলভার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি ও ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে।
আজ কেএমপির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ কমিশনার আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ঈদুল ফিতর উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। অস্ত্রধারী, সন্ত্রাসী এবং কিশোর গ্যাং গ্রেফতারে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে, যাতে ঈদের আগে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
এরই ধারাবাহিকতায় পুলিশের একটি দল নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী মেইন রোডের একটি টিনশেডের বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী হাসান হাওলাদারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলভার, ১৩ রাউন্ড তাজা পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র দিয়ে সাম্প্রতিক সময়ে কোনো অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া, তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি মামলাও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।