বিএনপি সংখ্যা গরিষ্ঠ আসন পেলেও জাতীয় সরকার গঠন করা হবে – আমান উল্লাহ আমান
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসু ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান উদার মনের মানুষ, বিএনপি সংখ্যা গরিষ্ঠ আসন পেলেও জাতীয় সরকার গঠন করা হবে।
কেরানীগঞ্জে বিএনপির উন্নয়ন ভূমিকা তুলে ধরে তিনি বলেন, কেরানীগঞ্জের যত উন্নয়ন হয়েছে, সব বিএনপির হাত ধরেই হয়েছে।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশে যত হত্যাকাণ্ড ঘটেছে, সবই শেখ হাসিনার নির্দেশে হয়েছে। তিনি বলেন, পিলখানার ৫৭ সেনাকর্মকর্তা হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের হত্যার মাধ্যমে দেশের সকল হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত।
তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হলে তিনি ভারতে পালিয়ে যান। এখন তিনি নতুন করে দেশে প্রবেশের জন্য ভারত থেকে উঁকিঝুঁকি মারছেন, কিন্তু শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না।
তিনি বলেন, নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র হতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলেছে, বিএনপি সেগুলো সমর্থন করেছে।
২১ মার্চ ২০২৫, বিকেলে ঢাকা-২ সংসদীয় আসনের উদ্যোগে আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এছাড়া উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা মডেল শাখা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সহ-সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ঢাকা জেলা যুবদল নেতা মো. মাসুদ রানা, মডেল থানা যুবদলের আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপন প্রমুখ।