ধানমন্ডিতে আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা একটি মিছিল বের করেন। ইফতারির পর ২৫-৩০ জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি চলাকালে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করেন। পরে তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- লাবণী (৩৫), কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য, সিরাজুল (৪৫), রাজু (৩০)।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মিছিলটি ‘নাহিদ উজ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়েছিল। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে নানা স্লোগান দিচ্ছিলেন।
ট্যাগস :