পুলিশের অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৩৪
চট্টগ্রাম মহানগরীতে বিশেষ অভিযানে আরও ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেফতাররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়িত। গ্রেফতারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি, পরিকল্পনা, অপরাধের সহযোগিতা ও অবৈধ অস্ত্রধারী রয়েছে। তাদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার ব্যক্তির তালিকা-হালিশহর থানা আবেদুজ্জামান আমেরী (৪২), আকবরশাহ্ থানা: মো. শাহরাজ (২৪), মো. আলমগীর (৩০), মো. খাইরুল আলম (৩৭), মো. জুয়েল রানা (২৭), ডবলমুরিং মডেল থানা: মো. আনোয়ার হোসেন (২২), সুকিমং চাকমা (৩০), মো. ফরহাদ (২৭), মো. মাহতাব মোল্লা (৩২), ইমরান হোসেন (২৩), চান্দগাঁও থানা: মো. মহি উদ্দিন (২৯), মো. শাকবিুল হাসান অনিক (২৩), মো. সাগর (২৮), সাইফুল ইসলাম (৩২), কর্ণফুলী থানা: সাদ্দাম হোসাইন (৩০), সদরঘাট থানা: মো. রিয়াজ (২৫), পাহাড়তলী থানা: মো. আলাউদ্দিন (৫০), মো. ইসমাইল হোসেন (৩৬), বাকলিয়া থানা: জহিরুল ইসলাম (২৪), মো. মামুন (২০), চকবাজার থানা: মো. রাশেদ মিয়া (২৪), মো. মাসুম (২৯), মো. রাসেল হাওলাদার (২২), শওকত নুর (২৬), পতেঙ্গা থানা: মো. আব্দুল মোতালেব (৪৮), বায়েজিদ বোস্তামি থানা: মো. সাগর (২৪), মো. সিয়াম (২০), বন্দর থানা: মনির আসলাম (২৩), মো. জাহাঙ্গীর (২৮), খুলশী থানা: মো. শাকিল (২১), ইপিজেড থানা: মো. সাইফুল ইসলাম (৩০), পাঁচলাইশ থানা: মো. সুমন (২০), কোতোয়ালি থানা: মেহেরাজ রহমান রাকিব (২৯), গোলাপী বেগম (৪৬)।
এই গ্রেফতার অভিযানে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করেছে।