মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর পদমর্যাদা চান মেয়র ডা. শাহাদাত
মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর পদমর্যাদা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার দুপুরে টাইগারপাস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসন বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, “প্রথম দিন থেকেই আমি নগর সরকারের বিষয়ে সোচ্চার ছিলাম। এটার জন্য আমি মিনিস্ট্রি লেভেলেও গিয়েছি, তখনও আমি শপথ নিইনি। প্রায় ২০ দিন আমি ঢাকায় ছিলাম এবং বিভিন্ন মন্ত্রণালয়ে কথা বলেছি। এমনকি প্রধান উপদেষ্টার অফিসেও গিয়েছিলাম, তবে তার সঙ্গে দেখা হয়নি। মুখ্য সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা বলেছেন এটি সময়সাপেক্ষ ব্যাপার।”
তিনি আরও বলেন, “তোফায়েল আহমেদ সাহেবকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে, যেখানে নগর সরকারের সুপারিশের বিষয়টি অন্তর্ভুক্ত আছে। সুপারিশের পর হয়তো কিছু পরিবর্তন আসতে পারে। যেহেতু নগর সরকার গঠনের প্রক্রিয়া সময়সাপেক্ষ, আমি মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদমর্যাদা চেয়েছি, যেন আমাকে সেই মর্যাদা দেওয়া হয়। তাহলে আমি সেবাপ্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে কার্যকর সমন্বয় করতে পারব।”
মেয়র বলেন, “যদি আমাকে এই মর্যাদা না দেওয়া হয়, তবে আমার দেওয়া কোনো আদেশ সংস্থাগুলো নাও মানতে পারে। এই কারণেই আমি এই দাবি জানিয়েছি। তবে এখন পর্যন্ত আমাকে সে মর্যাদা দেওয়া হয়নি। তারপরও আমি কৃতজ্ঞ যে, চট্টগ্রামের স্বার্থে বন্দর কর্তৃপক্ষ, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসাসহ সমস্ত সেবাপ্রদানকারী সংস্থা আমার ডাকে সাড়া দিয়েছে।”