সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সুনামগঞ্জের দিরাই উপজেলায় মদনপুর-দিরাই সড়কের সুজানগর গ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কান্দাহাটি গ্রামের ফয়জুর রহমানের ছেলে তফিকুর রহমান (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ মার্চ ২০২৫, শুক্রবার বিকাল ৩টার দিকে মদনপুর-দিরাই সড়কের সুজানগর এলাকায় একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার বিশ্বজিত রায় জানান, “দুর্ঘটনার পরপরই আমরা আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, বাস চালককে এখনো আটক করা সম্ভব হয়নি।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।