নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে যশোরের অভয়নগরের বিভিন্ন ঘাটে কর্মরত দুই হাজার শ্রমিকের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদারের সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাবিল গ্রুপের পরিচালক (দক্ষিণ অঞ্চল) কামরুল ইসলাম সিহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, অভয়নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরল ইসলাম বাবুল, নওয়াপাড়া পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, চিশতি ট্রেড অ্যাণ্ড ট্রান্সপোর্টের মালিক শামস নওরোজ চিশতি, নাবিল গ্রুপ নওয়াপাড়া অফিসের ম্যানেজার নাজমুল হোসেন, সিনিয়র অফিসার আব্দুর রহিম, নাবিল ট্রান্সপোর্টের প্রতিনিধি আশিকুল ইসলাম দিপু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা আশিকুর রহমান আশিক।
নাবিল গ্রুপের নওয়াপাড়া অফিসের ম্যানেজার নাজমুল হাসান জানান, নাবিল গ্রুপ সারাদেশে ৫০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করছে। এর অংশ হিসেবে অভয়নগরে ঘাটে কর্মরত দুই হাজার শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি উপহার প্যাকেজে ছিল- ৫ কেজি মিনিকেট চাল, ১ কেজি চিনিগুড়া চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি ময়দা, ০.৫ কেজি সরিষার তেল, ০.৫ কেজি সুজি, খেজুর।
নিম্ন আয়ের মানুষের জন্য নাবিল গ্রুপের এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।