রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন, এবং আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। তবে নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় একজনের কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করার সময় স্থানীয় বাসিন্দারা চার যুবককে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে একজন পালিয়ে যান, আর বাকি তিনজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে সোয়ারীঘাটের চম্পাতলী ঘাটে উঠে আসেন। এ সময় স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেন, যাতে তিনজনই গুরুতর আহত হন।
পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অবস্থার অবনতি হলে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন এখন হাসপাতালে চিকিৎসাধীন এবং পুলিশি প্রহরায় রয়েছেন। নিহত যুবকের পরিচয় জানা চলছে।
Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.