বগুড়ায় ট্রাকচাপায় ২ নিহত, আহত ২১
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় ভটভটিতে থাকা যাত্রীসহ দুজন নিহত হয়েছেন এবং ২১ জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) সকালে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীর বালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের হারুন অর রশিদ (৫২) এবং হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক ধুনটের দিকে যাচ্ছিল। রণবীরবালা এলাকায় পৌঁছালে ট্রাকটি হানিফকে চাপা দেয় এবং ২০০ গজ দূরে যাত্রীবাহী ভটভটিকেও ধাক্কা দেয়, এতে ভটভটি উল্টে যায়। এই ঘটনায় হারুন এবং হানিফ ঘটনাস্থলেই মারা যান।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ট্রাক চালককে আটক করা যায়নি, কিন্তু ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।