বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ যদি হত্যাযজ্ঞ এবং লুটপাটে জড়িত না এমন কোনো নেতার নেতৃত্বে চলে আসে, তবে দলের রাজনীতিতে বাধা দেওয়ার প্রশ্ন নেই। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগের বিচার না হলে তাদের রাজনীতি পুনরুদ্ধারের বিষয়টি অগ্রগতি লাভ করবে না।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিজভী। তিনি বলেন, “আমরা মনে করি, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনোভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে পারবে না। তবে যদি জনগণ ক্ষমা করে, আমাদের কোনো আপত্তি নেই।”
এ সময় তিনি জুলাই আন্দোলনে জড়িত আওয়ামী লীগের অপরাধীদের দ্রুত বিচার দাবি করেন। তিনি বলেন, “যাদের বিরুদ্ধে গণহত্যা ও অন্য জঘন্য অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বিচারের পরই জনগণ রাজনীতি করার সুযোগ দিতে পারে।”
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আরও বলেন, “বর্তমানে দেশের কোথাও স্থিতিশীলতা নেই। গত ছয় মাসে কোনো সংস্কারের বাস্তব প্রভাব দেখা যায়নি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠান সম্ভব নয়।”
তিনি অভিযোগ করেন যে, বর্তমান সরকার স্বৈরাচারী হয়ে ওঠেছে, এবং স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকেও দেশের মুক্তি মিলছে না।