বিএনপিকে আন্ডারস্টিমেট করার সুযোগ নেই’
নতুন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, “আজ যারা সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলেন, তাদেরকে বলতেই চাই, বাংলাদেশে বিএনপিকে আন্ডারস্টিমেট করার সুযোগ নেই।”
বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ প্রজন্ম ৭১’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার শিরোনাম ছিল ‘বর্তমান প্রেক্ষাপট, সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন’।
ফারুক বলেন, “হাসিনা ভারতের মোদির আশ্রয়ে থেকে ড. ইউনূস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে।” তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাই, আপনাদের সমালোচনা হবে; আলোচনা হবে, কিন্তু মনোবল হারাবেন না। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, ‘আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে।'”
ফারুক আরো বলেন, “অবিচার যারা করেছেন, তারা নির্মমভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে সেটির উদাহরণ। হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার যে চক্রান্ত করেছিল, আল্লাহ তা’আলার রহমতে ছাত্রজনতার আন্দোলনে হাসিনার পতন হয়েছে।”