কালাই মডেল প্রেসক্লাবের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই মডেল প্রেসক্লাবের আয়োজনে ২০শে মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) বিকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে কালাই মডেল প্রেসক্লাবের নতুন কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান, কালাই মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক রাম বাবু বর্মন, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিউজ্জামান তালুকদার ডলার, প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম তালুকদার লায়ন, কালাই মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন, অর্থ সম্পাদক রনি বাবু, দপ্তর সম্পাদক রাবিউল হাসান রানা ও প্রচার সম্পাদক মিশিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মতিউর রহমানসহ আরও অনেকে।
সভা শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান অতিথিবৃন্দ ও সাংবাদিকদের মাঝে মাথার টুপি উপহার হিসেবে প্রদান করেন। এ সময় কালাই মডেল প্রেসক্লাব, কালাই প্রেস ক্লাব ও প্রেসক্লাব কালাইয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।