দিনাজপুর শিশু নিকেতনের এতিম মেয়েদের মাঝে ঈদ উপলক্ষে আইএফআইসি ব্যাংকের উপহার
“ঈদের জামায় খুশির সাজ- সবার মাঝে ছড়িয়ে যাক” এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক দিনাজপুর শাখার আয়োজনে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ডস্থ শিশু নিকেতনের (বালিকা) এতিম নিবাসী মেয়েদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় প্রদান করা হয়।
২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার বিকেলে শিশু নিকেতন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক দিনাজপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স শিশু নিকেতনের সভাপতি লায়ন ইকবাল আহমেদ ডন, সেক্রেটারি লায়ন মোঃ শাহেদ রিয়াজ পিম, দিনাজপুর লায়ন্স ক্লাবের ডিরেক্টর লায়ন রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, ডিরেক্টর লায়ন রেজোয়ান হোসেন চৌধুরী রানা, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন এম এ খালেক, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেনসহ আইএফআইসি ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলায় পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচি পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।