ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জলবায়ু অভিযোজিত কৃষিতে নারীর ক্ষমতায়নে টেকসই শক্তির প্রসার নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

ছবি: চেকপোস্ট

বাগেরহাটের রামপালে জলবায়ু অভিযোজিত কৃষির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য শক্তির প্রসার এবং স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ইনিশিয়েটিভ রাইট ভিউ (আরআইভি) ও একশন এইডের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী। মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, সাংবাদিক ও পরিবেশ কর্মী এস. এম. আবু তালেব।

অনুষ্ঠানে একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে, ইনিশিয়েটিভ রাইট ভিউ (আরআইভি)-এর প্রধান নির্বাহী মেরিনা পারভিন, ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং মার্কেট এক্সেস প্রকল্পের কো-অর্ডিনেটর সৌরভ ভদ্র, ফিল্ড ফ্যাসিলিটেটর আলিমুজ্জামান ও আলভিনা মেহেজাবীনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ইউএনও মারুফা বেগম নেলী বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজিত কৃষির বিকাশ এবং নারীদের সম্পৃক্ততা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ কৃষকদের টেকসই কৃষি অনুশীলনে সহায়তা করবে।”

গত তিন বছরে রামপালের ভোজপাতিয়া ও উজুলকুড় ইউনিয়নে জলবায়ু অভিযোজিত কৃষি প্রকল্পে প্রায় ৯২ লাখ ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। আগামী তিন বছরে আরও ৫০০ নারীকে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ ও নবায়নযোগ্য শক্তি সুবিধা প্রদান করা হবে। এ প্রকল্পের মাধ্যমে উপকূলীয় নারীদের টেকসই কৃষিতে অন্তর্ভুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ সংশ্লিষ্টরা। প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বর মাসে শেষ হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
৬০০ বার পড়া হয়েছে

জলবায়ু অভিযোজিত কৃষিতে নারীর ক্ষমতায়নে টেকসই শক্তির প্রসার নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

বাগেরহাটের রামপালে জলবায়ু অভিযোজিত কৃষির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য শক্তির প্রসার এবং স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ইনিশিয়েটিভ রাইট ভিউ (আরআইভি) ও একশন এইডের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী। মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, সাংবাদিক ও পরিবেশ কর্মী এস. এম. আবু তালেব।

অনুষ্ঠানে একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে, ইনিশিয়েটিভ রাইট ভিউ (আরআইভি)-এর প্রধান নির্বাহী মেরিনা পারভিন, ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং মার্কেট এক্সেস প্রকল্পের কো-অর্ডিনেটর সৌরভ ভদ্র, ফিল্ড ফ্যাসিলিটেটর আলিমুজ্জামান ও আলভিনা মেহেজাবীনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ইউএনও মারুফা বেগম নেলী বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজিত কৃষির বিকাশ এবং নারীদের সম্পৃক্ততা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ কৃষকদের টেকসই কৃষি অনুশীলনে সহায়তা করবে।”

গত তিন বছরে রামপালের ভোজপাতিয়া ও উজুলকুড় ইউনিয়নে জলবায়ু অভিযোজিত কৃষি প্রকল্পে প্রায় ৯২ লাখ ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। আগামী তিন বছরে আরও ৫০০ নারীকে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ ও নবায়নযোগ্য শক্তি সুবিধা প্রদান করা হবে। এ প্রকল্পের মাধ্যমে উপকূলীয় নারীদের টেকসই কৃষিতে অন্তর্ভুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ সংশ্লিষ্টরা। প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বর মাসে শেষ হবে।