মাহে রমজান উপলক্ষে এতিমদের মাঝে ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন “আমরা বৃহত্তর খুলনাবাসী”। মঙ্গলবার (১৯ মার্চ) খুলনার বড়বাজারস্থ হ্যানিম্যান মার্কেটের দোতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রোটা: সৈয়দ আবু সইদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: সিরাজুল ইসলাম, যেখানে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রোটা: সরদার আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, শাহাজাহান জমাদ্দার, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, মীর কাউসার মিজু, মো: ফিরোজ আহমেদ, নাজমুল হক মুকুল, মনোয়ার হোসেন লাভলু, জি এম ফারুখ কচি, অ্যাডভোকেট জিনারুল ইসলাম, রুহুল আমিন মিঠু, আরিব আল আহমেদ ও ফারুক খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।”
এই মহতী উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে এবং ঈদের আনন্দ এতিমদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।