খুলনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম
খুলনার ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের সদস্য (মেম্বার) ফারুখ মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বেজেরডাঙা রেলস্টেশন রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফুলতলা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফারুখ মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করি। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুপায়ে আঘাত করেছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ফারুখ মোল্লা চরমপন্থি দলের সদস্য এবং পুলিশের তালিকাভুক্ত একজন। হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ ঘটনার তদন্ত করছে।