যশোরের অভয়নগরে সোমবার বিকালে ‘মনিহার জাতের লাউ’ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানটি সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা ব্লকে উপজেলা কৃষি অফিস, অভয়নগর কর্তৃক আয়োজিত “যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় অনুষ্ঠিত হয়। মাঠ দিবসটি স্থানীয় কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেখানে কৃষি প্রযুক্তি ও আধুনিক পদ্ধতির মাধ্যমে চাষাবাদের ফলন বাড়ানোর পদ্ধতিগুলো তুলে ধরা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: লাভলী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শেখ তৈয়েবুর রহমান। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
এই প্রদর্শনীর মাধ্যমে ২০ শতক জমিতে লাউ চাষ করে কৃষক আলামিন গাজি ৩,০০০ কেজি লাউ উৎপাদন করেছেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮,০০০ টাকা। কৃষক আলামিন গাজি জানান, তিনি এই প্রকল্প থেকে সার, বীজ, কীটনাশক এবং নগদ অর্থ সহায়তা পেয়েছেন। এছাড়াও, কৃষি অফিসের সহায়তায় তিনি টু-জি থ্রি-জি কাটিং, সেক্স ফেরোমেন ফাদ এবং ব্যাগিং পদ্ধতি ব্যবহার করেছেন, যা ফলন বৃদ্ধি এবং লাভবান হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে।
কৃষক আলামিনের সফলতার ফলে এলাকার অন্যান্য কৃষকরা উক্ত পদ্ধতিতে চাষাবাদ করতে উদ্বুদ্ধ হয়েছেন। কৃষি অফিসের সহায়তায় প্রদর্শনী মাঠে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমানো এবং লাভের পরিমাণ বাড়ানো সম্ভব হয়েছে।
এছাড়াও, উপজেলার বিভিন্ন ব্লকে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ এর আওতায় আরও কিছু মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা পেয়েছেন এবং তাঁদের ফসলের উৎপাদন বৃদ্ধি করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে পেরেছেন।
এ ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে সুষ্ঠু কৃষি প্রযুক্তির ব্যবহারের জন্য আগ্রহ তৈরি করতে সহায়ক হবে এবং কৃষি উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে।