খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত
খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত হয়েছেন। আজ দুপুর সোয়া ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতি বাজারে ঘটনাটি ঘটে। আহত চাচাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাতিজাকে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আহত চাচা হলেন বানরগাতি বাজার এলাকার জনৈক রাজ্জাকের ছেলে মো. দেলোয়ার (৬৫)। আটক ভাতিজা বাবু, লবনচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার জনৈক মোহাম্মদ আলীর ছেলে।
সোনাডাঙা থানার এসআই মো. আব্দুল হাই জানান, আহত মো. দেলোয়ার দীর্ঘদিন ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন। তিনি বসুপাড়া কবরখানা এলাকায় তার ছোট বোনের সঙ্গে বসবাস করেন। সম্প্রতি তার ছোট বোন ও ছোট ভাইয়ের মধ্যে সাচিবুনিয়া এলাকার একটি জমি নিয়ে বিরোধ চলছিল।
আজ সকালে দেলোয়ার তার ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন। এ ঘটনার জেরে ভাতিজা বাবু বানরগাতি বাজারে এসে ‘ভাই ভাই হার্ডওয়ার ২’ নামক দোকান থেকে একটি ধারালো ছুরি কেনেন। পরে চাচাকে দেখতে পেয়ে প্রকাশ্যে তার গলায় ছুরি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করেন।
স্থানীয়রা ঘটনাটি দেখে বাবুকে নিবৃত্ত করার চেষ্টা করেন এবং পরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে বাবুকে আটক করে থানায় নিয়ে আসে। আহত দেলোয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত।
পুলিশ ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার করেছে এবং মামলার তদন্ত চলছে।