লাখাইয়ে পুলিশের অভিযানে স্যালু মেশিন চুরির মামলার ২ আসামী গ্রেপ্তার
লাখাইয়ে পুলিশ অভিযান চালিয়ে মাটি কাটার স্যালু মেশিন চুরির মামলার আসামী রকি আহমেদ ও তোফজ্জুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক প্রণয় কুমার সরকার জানান, গত ২ মার্চ জিরুন্ডা হাওর থেকে মাটি কাটার স্যালু মেশিন চুরি হলে, মেশিনের মালিক লাউছ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে চোরাই স্যালু মেশিন উদ্ধারসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি চুরির ঘটনা স্বীকার করে এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তথ্য প্রদান করে।
এরই ভিত্তিতে, সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি গ্রামে আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে ফয়সল মিয়ার ছেলে রকি আহমেদ (৩২) ও হাজী মোঃ মন্নাফ মিয়ার ছেলে তোফাজ্জুল হোসেন (৩৭) কে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী বলেন, “গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার (১৮ মার্চ) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।”