অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান
যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তীর বিরুদ্ধে যশোর জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন উপজেলা পরিষদের আবাসিক এলাকার বাসিন্দারা। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বাক্ষরিত স্মারক লিপিটি রবিবার (১৬ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী নিজ প্রয়োজনে গেজেটেড কোয়ার্টার নিলামের মাধ্যমে আবাসিক এলাকার কোয়ার্টার দখল করে নিচ্ছেন। এতে ছোট ছোট বাচ্চাদের খেলার মাঠ, সুপেয় পানির একমাত্র টিউবওয়েলের স্থানসহ সম্পূর্ণ এলাকা তার ব্যক্তিগত স্বার্থে বাউন্ডারি নির্মাণের মাধ্যমে দখল করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে।
স্মারক লিপিতে আরও উল্লেখ করা হয়, বিগত উপজেলা নির্বাহী কর্মকর্তারা শিশুদের খেলার সামগ্রী সংযোজন, মাঠের উন্নয়ন এবং উপজেলা পরিষদের জন্য একটি আধুনিক মসজিদ নির্মাণসহ নানা উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু বর্তমান ইউএনওর পদক্ষেপের ফলে এসব সুবিধা নষ্ট হচ্ছে।
অভিযোগকারীদের দাবি, জেলা প্রশাসক সরেজমিন পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তারা আশা করেন।
অভিযোগের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিযোগকারী বলেন, “ইউএনও স্যার নিজের প্রয়োজনে বাচ্চাদের খেলার মাঠ নষ্ট করছেন। যেহেতু আমরা সরকারি চাকরিজীবী, তাই এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, “আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছে কিনা, তা আমার জানা নেই।”
যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, “আমি লিখিত কোনো অভিযোগ বা স্মারক লিপি হাতে পাইনি। তবে স্থানীয়ভাবে বিষয়টি জেনেছি।”