দিনাজপুর পৌরসভা এলাকার ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
সারা দেশের ন্যায় ১৪ মার্চ ২০২৫, শনিবার সকালে দিনাজপুর পৌরসভায় ৩ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক, স্থানীয় সরকার দিনাজপুরের উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস, দিনাজপুর পৌরসভার সচিব মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্য বিভাগের সেনেটারি ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী, ইপিআই সুপারভাইজার মোমরেজ সুলতানা সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মীগণ।
ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৫-এর আওতায়, দিনাজপুর জেলার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল ক্যাপসুল ২৯১৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল ক্যাপসুল ১৯৫৭৬ জন শিশুর মাঝে খাওয়ানো হবে। মোট ১২৮টি কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হবে, এর মধ্যে ৮টি কেন্দ্র রাত্রিকালীন এবং ৫টি বিশেষ টিম থাকবে।
রাত্রিকালীন কেন্দ্রগুলোতে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই কেন্দ্রগুলো হচ্ছে: ১ নম্বর ওয়ার্ড লালবাগ ক্লাব, ৩ নম্বর ওয়ার্ড দিনাজপুর পৌরসভা, ৪ নম্বর ওয়ার্ড মির্জাপুর বাস টার্মিনাল, ৬ নম্বর ওয়ার্ড ফকিরপাড়া মসজিদের সামনে, ৮ নম্বর ওয়ার্ড সদর হাসপাতাল, ৯ নম্বর ওয়ার্ড ফুলবাড়ি বাস স্ট্যান্ড, ১১ নম্বর ওয়ার্ড রেলওয়ে স্টেশন এবং ১২ নম্বর ওয়ার্ড কসবা রামকৃষ্ণ আশ্রম।
এ ক্যাম্পেইনটি শিশুদের সুষ্ঠু শারীরিক ও মানসিক উন্নয়নে ভিটামিন “এ”-এর গুরুত্ব তুলে ধরে এবং জাতীয় স্বাস্থ্য লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।