অভয়নগরে আই.বি.ডব্লিউ.এফ এর কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
যশোরের অভয়নগরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডব্লিউ.এফ)-এর কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ ২০২৫) বিকেল ৪টায় এলবি টাওয়ারের রুফটপ গার্ডেন রিভারভিউ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে মোঃ মফিজুর রহমান দপ্তরী কে সভাপতি এবং হাফেজ আব্দুল্লাহ আল মামুন কে সেক্রেটারি করে ৪১ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন আই.বি.ডব্লিউ.এফ-এর উপদেষ্টা, অভয়নগর উপজেলা আমির সরদার শরীফ হোসেন, যশোর জেলা আই.বি.ডব্লিউ.এফ-এর সহ-সভাপতি গোলাম মোস্তফা, যশোর জেলা সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম এবং অন্যান্য সম্মানিত সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা আই.বি.ডব্লিউ.এফ- এর সভাপতি মোঃ মফিজুর রহমান দপ্তরী।
বক্তারা ক্ষুদ্র পুঁজি দিয়ে ব্যবসায়িক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং “টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার” এই প্রতিপাদ্যের আলোকে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করার আহ্বান জানান।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এই আয়োজনটি সবার জন্য একটি অমূল্য অভিজ্ঞতা ছিল, যেখানে ব্যবসায়িক এবং সামাজিক উন্নয়নের উপর আলোচনা করা হয়, এবং একে অপরের প্রতি সৌহার্দপূর্ণ সম্পর্ক বৃদ্ধির একটি মহৎ উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।