লাখাইয়ে পলাতক নারী আসামি গ্রেপ্তার
লাখাইয়ে পুলিশের অভিযানে আছমা নামে এক পলাতক নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার এএসআই আবেদ আলী ও এএসআই মো. ফিরুজ মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্সসহ শুক্রবার দিবাগত রাতে বামৈ ইউনিয়নের কাঠিহারা গ্রামে অভিযান চালিয়ে জয়নাল মিয়ার স্ত্রী আছমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পলাতক আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানান, গ্রেপ্তারকৃত নারী আসামিকে শনিবার (গতকাল) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগস :