দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন শৃংখলার অবনতি ঘটছে – রকিবুল ইসলাম বকুল
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি দীর্ঘ ১৬ বছর ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। গতকাল খুলনা ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল পুর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল এসব কথা বলেন। তিনি বলেন, “যতদিন না জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া যাবে, ততদিন বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।”
রকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে বলেন, “বর্তমান অন্তবর্তীকালীন সরকারের গঠনের পেছনে ছাত্র জনতার আন্দোলন ছিল। সরকার গঠন করার পর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার কথা বলেছিল, কিন্তু এখন তারা রাষ্ট্র সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে।” তিনি আরও বলেন, “বিএনপি ২০২৩ সালে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, তবে এখন তা বিলম্বিত করার জন্য সরকার সংস্কারকে কৌশল হিসেবে বেছে নিয়েছে।”
তিনি উল্লেখ করেন, “দেশে নির্বাচিত সরকার না থাকায় আইন শৃংখলা অবনতির চরম পর্যায়ে পৌঁছেছে। রমজান মাসে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া, মানুষের জীবনের নিরাপত্তা নেই, এবং খুন ও নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে গেছে।” তিনি দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বিগত ১৬ বছরে দেশের চিকিৎসা ব্যবস্থার চরম বিপর্যয়ের কথা উল্লেখ করে বলেন, “ড্যাবের সদস্যরা পেশাগত ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছেন।” তিনি আরও বলেন, “প্রশাসনে যদি যোগ্য, দক্ষ, সৎ এবং ন্যায়পরায়ন ব্যক্তি না থাকে, তবে সমাজে অন্যায়, খুন, জখম ও নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পাবে।”
এছাড়া, খালিশপুর আলমনগরে উদিয়মান যুব সমাজের উদ্যোগে আয়োজিত পবিত্র রমজান উপলক্ষ্যে পবিত্র আল কোরআন ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রকিবুল ইসলাম বকুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাড: মোহাম্মদ আলী বাবু, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি উদিয়মান যুব সমাজের সভাপতি রবিুল গাজী উজ্জল পরিচালনা করেন এবং ড্যাব খুলনার সভাপতি ডা: রফিকুল বাবলু সভাপতিত্ব করেন।