খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
খুলনায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে গিয়ে আফাজ উদ্দিন (৪০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ সকাল পৌনে ১০ টার দিকে নগরীর টিভি ক্রস রোডে ডা: আহসান আলীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। মৃত আফাজ উদ্দিন স্থানীয় মো: শহিদুল ইসলামের ছেলে এবং টিভি ক্রস রোড এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, আফাজ উদ্দিন চিকিৎসক আহসান আলীর তিনতলা ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানবশত তিনি তিন তলা থেকে নিচে পড়ে যান এবং বুকে ও মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, “প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”