তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির সংবর্ধনা
জামালপুর স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে তারেক রহমান যুব পরিষদের জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপস্থিত অতিথিবৃন্দ: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ জামালপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ জামালপুর শহর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু তালহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু তালহা, এবং নবগঠিত কমিটির ঘোষণা দেন তারেক রহমান যুব পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান মোঃ শফিউল বাদশা শিপন।
নবগঠিত ২১ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি আরিফুল হাসান খান মুক্তা, সাধারণ সম্পাদক মোঃ রাজু।
অনুষ্ঠানের গুরুত্ব: এই সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। উপস্থিত অতিথিরা নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে শুভেচ্ছা জানান এবং তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে।