অভয়নগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও ভোট কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠিত
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ) ইফতার মাহফিল ও ভোট কেন্দ্র কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড পৌর শাখার সভাপতি হাফেজ রেজওয়ান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পৌর শাখার আমীর মাওলানা আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক শরীফ বেলাল। এছাড়া যুব জামায়াতের পৌর শাখার সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি মোঃ ইকরাম মোল্লা, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে ২নং ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্রের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আহম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জিয়ন আহমেদ রাজুকে প্রধান করে এবং নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শেখ এম এ জলিলকে প্রধান করে কমিটি ঘোষণা করা হয়।
গঠিত ভোট কেন্দ্র কমিটি: ১. আহম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র – প্রধান জিয়ন আহমেদ রাজু। ২. নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র – প্রধান শেখ এম এ জলিল।
এ সময় বক্তারা আসন্ন নির্বাচনে সংগঠনের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সবার প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।