পুলিশের পৃথক অভিযানে পলাতক সহ তিন আসামী গ্রেপ্তার
লাখাই থানা পুলিশের বিশেষ পৃথক অভিযান চালিয়ে পলাতক সহ তিন আসামীকে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা যায়, বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে করাব ইউনিয়নের গুনিপুর গ্রামে পুলিশের বিশেষ টিমের সদস্যরা পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ, প্রনায় কুমার সাহা, এএসআই আবেদ আলী ও এএসআই আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে মৃত আব্দুল হকের ছেলে নুরুল হক (৪৫), যাকে কালা মিয়া নামে পরিচিত এবং নুরুল আমীন খানের ছেলে কামরুল খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
অপর এক অভিযানে, পুলিশের উপপরিদর্শক মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে রাত্রিকালীন টহলরত অবস্থায় বামৈ বড় বাজারে এক লোককে ঘুরাঘুরি করতে দেখে। পুলিশ তাকে সামনের দিকে এগিয়ে গেলে, সে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ানোর চেষ্টা করে। পুলিশের পিছু নিয়ে তাকে ফুলবাড়িয়া গ্রামের নুর আলমের ছেলে মোঃ রনি মিয়া (১৯) কে আটক করা হয়। রাতে কেন সেখানে ছিল জানতে চাইলে, সে সঠিক উত্তর দিতে না পারায় তাকে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত আসামীদের বৃহস্পতিবার (১৩ মার্চ) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।”