ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের জন্য একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মার্চ খুলনা সিটি করপোরেশনের নগর স্বাস্থ্য বিভাগ আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয় নগর স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে।
খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ভিটামিন “এ” ক্যাপসুলের গুণগত মান অন্যান্য ভিটামিনের চেয়ে বেশি হওয়ায় এটি শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার ফলে মৃত্যুর হার ২৪% কমে যায়। তিনি আরো জানান, এবারের ক্যাম্পেইনের জন্য প্রয়োজনের তুলনায় ৫% বেশি ভিটামিন “এ” ক্যাপসুল সরবরাহ করা হয়েছে।
এসময়, খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে ১ লাখ ২২ হাজার ৪ শত ২০ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪ হাজার ৬ শত এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৮ শত ২০ জন।
এ ক্যাম্পেইনে সারাদেশে ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় সরকারি কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং ক্যাম্পেইনের সাফল্যের জন্য তাদের সহযোগিতা কামনা করেন।